মোঃ হাসমত আলী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
০৬/০২/২০২৫ ইং তারিখে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার কেজির মোর( এনায়েতপুর টু কড্ডা রোড) ট্রাকের চাপায় এক মটোর সাইকেল আরোহীর মৃত্যু ঘটে। নিহত ব্যক্তি হলেন, টাঙ্গাইল সদর থানার,বেতরাইল,ছিলিমপুর গ্রামের মোঃ আব্দুল হাকিম এর ছেলে, মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসেন ৩৫ ।
প্রতক্ষ্যদর্শীদের মাধ্যমে ঘটনাটি জানা যায়, মটোর সাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসেন মটরবাইক্ নিয়ে তার ছেলের চিকিৎসার জন্য, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে টিকিট সংগ্রহ করতে টাঙ্গাইলে সদরের,বেতরাইল ছিলিমপুর গ্রাম থেকে আসেন । টিকিট সংগ্রহ করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে বেলকুচি তাহার শ্বশুর বাড়ি যাবার পথে এই দুর্ঘটনা ঘটে
মোটর সাইকেল আরোহী নিহত মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসেন,বাইক নিয়ে কেজি মোর পার হয়ে একটু দূরে বিপরিত দিক থেকে আসা এনায়েতপুর নদী রক্ষা বাঁধের ব্লক বহন করা ট্রাকের নিচে চাপা পড়ে মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসেন (৩৫)এর ঘটনা স্থলেই মৃত্যু ঘটে।
ঘটনার কিছু সময় পর এনায়েতপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এনায়েতপুরে থানার অফিসার ইনচার্জ মুঠো ফোনে জানান, ঘাতক ড্রাইভার পালিয়ে যাবার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি,লাশ থানায় নিয়ে যাওয়া হয়।