শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
মো: সোহরাওয়ার্দী হোসেন ব্যুরো প্রধান রাজশাহী
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলায় স্বপন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া থানা পুলিশ।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীতোলা গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপন উপজেলার শাহীতোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
নিহত স্বজনরা জানান, গতকাল রাত ৮টার দিকে বাড়ি থেকে নিহত স্বপন বের হয়ে যায় । রাতে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে সরিষার ক্ষেতের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয় ।
এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান তোহিদুল ইসলাম ফিরোজ বলেন মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। আমার জানামতে ছেলেটি খুব নম্রভদ্র ছিল।
ঘটনাটি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।