বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
মোঃ ফয়সাল হাসান উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের হাট দেলুয়া গ্রামের পশ্চিমপাড়া বটতলা হইতে গোয়ালজানি বাজার পর্যন্ত পাকা রাস্তা দিয়ে এক সময় চলাচল করতো হাজারো মানুষ। কিন্তু সেই রাস্তা দিয়ে মানুষ আর আগের মতো চলাচল করতে পারছে না। রাস্তার পাশে একটা পুকুর রয়েছে যে পুকুরের কারণে রাস্তা ধ্বংস হয়ে পড়েছে সেই সাথে পুকুরের চারপাশে মানুষের বাড়ি ভেঙে পুকুরের মধ্যে চলে যাচ্ছে। এবং এই পুকুরের মধ্যে মালিকানা সম্পত্তি রয়েছে। এলাকার জনসাধারণের সাথে কথা বললে তারা বলেন, আমাদের যদি কোন মানুষ মারা যায় সে লাশটা নিয়ে যাবো সে রাস্তা আমাদের নেই এবং স্কুল ও মাদ্রাসা কলেজ ছাত্র ছাত্রী যাতায়াত করে। এছাড়া হাত দেলুয়া গ্রামে রয়েছে অনেক ক্ষুদ্র পোশাক কারখানা। এখানকার তৌরী পোশাক বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় এই রাস্তাটি চলাচলের অযোগ্য হওয়ায় কারখানার মালামাল বহনে বাড়তি খরচ ও ভোগান্তি পোহাতে হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে যাওয়ার একমাত্র রাস্তা এটাই। রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য জোর দাবি জানায় এলাকাবাসী।