শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
উল্লাপাড়া প্রতিনিধি: মোঃ ফয়সাল হাসান
আজ ২২ মার্চ, ২০২৫ শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন বাজার মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এই বছরও মসজিদ প্রাঙ্গণে বিশাল পরিসরে ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লিরা। এ বছরও, মসজিদ কর্তৃপক্ষ এবং স্থানীয়রা একত্রিত হয়ে সুন্দরভাবে ইফতার আয়োজন সম্পন্ন করেন। ইফতারে ছিলো ছোলা, বুন্দী, খেজুর, সরবত এবং সুস্বাদু বিরিয়ানী, যা উপস্থিত সবাইকে পরিবেশন করা হয়।
মসজিদের ইমাম আব্দুর লতিফ কারী ইফতারের আয়োজনের জন্য সব ধরনের ব্যবস্থা করে থাকেন এবং স্থানীয়রা তার জন্য কৃতজ্ঞ। মুসল্লিরা এ আয়োজনের মাধ্যমে একসাথে পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। এ ধরনের ইফতার মাহফিল সামাজিক বন্ধন দৃঢ় করতে ও রমজানের পবিত্রতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আয়োজনের মাধ্যমে উল্লাপাড়া উপজেলায় ইসলামী মূল্যবোধের প্রচার এবং মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা আরও জোরালো হলো।