মোঃ ফয়সাল হাসান, উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরঘাটিনা রেলগেট এর পাশে এক মর্মান্তিক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ঋতু খাতুন (১৭) নামে এক যুবতীর। সোমবার সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ঋতু খাতুনের পরিবার সূত্রে জানা যায়, তার মা-বাবা কেউ বেঁচে নেই। তিনি ফুফুর কাছে থেকে লেখাপড়া করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঋতু নিজের ইচ্ছায় রেল লাইনের ওপর শুয়ে ছিলো এবং রাজশাহী থেকে আসা মালবাহী ট্রেন তাকে ধাক্কা দেয়। ট্রেনের চাকায় তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা প্রথমে মেয়েটির কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার করেন এবং কিছু ফোন নম্বর পান। এরপর তারা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে ঋতুর মরদেহ নিয়ে যান।