শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
উল্লাপাড়া প্রতিনিধি; মোঃ ফয়সাল হাসান;
আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে অবস্থিত আশরাফুল টেইলার্সে কর্মব্যস্ততা বেড়ে গেছে। ঈদের নতুন পোশাক বানাতে ক্রেতাদের ভিড় জমেছে দোকানে। প্রোভাইডার মোঃ আশরাফুল ইসলাম জানান,আমাদের এখানে মেয়েদের থ্রি-পিস, ছেলেদের পাঞ্জাবি, শার্টসহ বিভিন্ন পোশাক বানানো হয়। ঈদের আগে অর্ডার বেড়ে যাওয়ায় আমরা রাতদিন পরিশ্রম করছি, যেন সবাই সময়মতো তাদের পোশাক পায়।” স্থানীয় বাসিন্দারা বলেন, আশরাফুল টেইলার্সের পোশাকের মান ভালো হওয়ায় তারা প্রতি বছর এখান থেকেই ঈদের পোশাক তৈরি করান।
ঈদ যত ঘনিয়ে আসছে, দর্জিদের ব্যস্ততাও ততই বাড়ছে। শেষ মুহূর্তের অর্ডার সামলাতে টেইলার্সগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। আশরাফুল টেইলার্স পঞ্চক্রোশী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ মোবাইলঃ ০১৭৪০৮৬৭০৯৫ ।