সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
মো: সোহরাওয়ার্দী হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী ;
মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসন তন্ত্র স্লোগান কে সামনে রেখে ৯ই ফেব্রুয়ারি বিকাল ২ঘটিকায় হোটেল জলিল, জুবলী রোডে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর সিরাজগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, মুফতী শেখ মুহাম্মদ নুরুন নাবী।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দাওয়াহ ও দফতর সম্পাদক গাজী মুহাম্মদ আলী হায়দার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহ সহ বিভিন্ন নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।