শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
পিরোজপুর জেলা প্রতিনিধি
আঃ হান্নান শেখ
ইন্দুরকানি উপজেলার বালিপাড়ায় মোঃ শফিক তার বারিতে গোয়াল ঘরে রাতের আধারে দুর্বৃত্তরা আগুন দেয়। গোয়াল ঘরে দুটি গরু ছিল। তার বাবা নুরুল ইসলাম মৃধা গরু দুটি বাঁচানোর জন্য চেষ্টা করেন অনেক কষ্টের পর একটি গরু বাঁচাতে পারে এবং তিনি আগুনে দগ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ র্বানউনিট হাসপাতালে ভর্তি আছেন তার অবস্থা আশংকা জনক। এই ধরনের খারাপ লোকগুলোকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করেন। ৫ই আগষ্টের পর থেকে প্রশাসন অপরাধ দমনে অনেকটা উদাসিন। ৫ই আগষ্টের পর পালাতক আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন দলের নেতাদের ছত্রছায়ায় এলাকায় রাতের আধারে বিভিন্ন অপকর্ম করছে। আওয়ামী সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও আইনি পদক্ষেপ নিতে হবে।