মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন (ইউএনও) উদ্যোগে সীমিত আয়ের মানুষের মাঝে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে প্রাণিসম্পদ অফিস কর্তৃক পরিক্ষীত উপজেলা পরিষদ নিউ মার্কেটে অবস্থিত ন্যায্যমূল্যের দোকানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও কামাল হোসেন।
তিনি বলেন, নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্যারের দিকনির্দেশনা মোতাবেক সীমিত আয়ের মানুষ যাতে ১৫৮ টাকায় মাংস খেতে বা তাদের আমীষের চাহিদা পূরণ করতে পারেন সে বিবেচনায় প্রতি শুক্রবার এ আয়োজন করা হয়েছে।
এখান থেকে ৬৩০ টাকা কেজি দরে সর্বনিম্ন ২৫০ গ্রাম এবং সর্বোচ্চ ১ কেজি মাংস ক্রয় করা যাবে উল্লেখ করে এ কার্যক্রম আগামীতে চলমান থাকার কথা জানান।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার আবু আনাস, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।